December 6, 2025
দেশ

এফসিআরএ লঙ্ঘন তদন্তে মহারাষ্ট্রে ১২টি স্থানে ইডির তল্লাশি

মুম্বই, ১ ডিসেম্বর — বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (FCRA) লঙ্ঘনের অভিযোগে মহারাষ্ট্রজুড়ে ১২টি ঠিকানায় সমন্বিত তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সংস্থার দাবি, কয়েকটি সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে বিদেশি তহবিলের অপব্যবহার, গোপন লেনদেন এবং ঘোষণাবিহীন অর্থপ্রবাহের প্রমাণ মিলেছে।
সূত্র অনুযায়ী, তদন্তে উঠে এসেছে যে কিছু সংস্থা পাচারচক্র, বেনামি হিসাব ও বিদেশি উৎসের অর্থকে সামাজিক প্রকল্পের আড়ালে ব্যবহার করছিল।

ইডি তদন্তকারীরা বহু নথি, ডিজিটাল রেকর্ড, আর্থিক দলিল ও যোগাযোগ সংক্রান্ত তথ্য জব্দ করেছে।
সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজন হলে শীঘ্রই সমন জারি করা হবে এবং অর্থপ্রবাহের চূড়ান্ত উৎস ও উদ্দেশ্য উদ্ঘাটনে আরও জেরা চলবে। এফসিআরএ লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ED raids 12 locations in Maharashtra in FCRA vi

Related posts

Leave a Comment