নতুন দিল্লি, 20 নভেম্বর:সঞ্জয় ভাণ্ডারি কর ফাঁকি ও মানি লন্ডারিং মামলায় নতুন চার্জশিট দাখিল করল প্রয়োগকারী সংস্থা ইডি। এ বার অভিযুক্তদের তালিকায় যুক্ত হয়েছে রবার্ট বদরার নামও।
সংস্থার দাবি, তদন্তে উঠে এসেছে আর্থিক অনিয়মের একাধিক নতুন তথ্য।ইডি সূত্রে জানা গেছে, ভাণ্ডারির বিদেশি সম্পদ, লেনদেন ও দালালি সংক্রান্ত আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিলেছে। রবার্ট বদরার বিরুদ্ধে অভিযোগ— ভাণ্ডারির সঙ্গে আর্থিক যোগাযোগ ও সুবিধা নেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। আগামী শুনানিতে আদালত চার্জশিট গ্রহণ করবে কি না, সেদিকে লক্ষ্য দেশবাসীর।
