শনিবার সিএবি পরিচালিত প্রথম ডিভিশন ক্রিকেট লিগে সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই ম্যাচে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। তিন দিনের খেলা। ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করতে নেমে ১৩৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪০৯ রান করে। তার জবাবে মোহনবাগান ১১৮ ওভারে মাত্র ৩৩২ রান করে সবাই আউট হয়ে যান। ৭৭ রানে ইস্টবেঙ্গল জয় পেল মোহনবাগানের বিরুদ্ধে। মোহনবাগানের শুভঙ্কর বল কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত দলকে জয় তুলে দিতে পারেননি। তিনি ১৪৮ রান করেন ৩৩৮ বলে।