ইস্টবেঙ্গলের কাছে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সম্মান রক্ষার ম্যাচ মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। চলতি মরশুমে আইএসএল ফুটবলে লাল হলুদ ব্রিগেডে যে করুণ অবস্থা তার জন্য হতাশ সমর্থকরা। শুধু তাই নয় ইস্টবেঙ্গলের ব্যর্থতার জন্য সমর্থকদের বিক্ষোভ এমন জায়গায় পৌঁছে গিয়েছিল তা সামাল দেওয়ার জন্য কর্মকর্তাদের ছুটে আসতে হয়েছিল। কোচ অস্কার ব্রুজো নিজেও বেশ ব্যথিত। তাই তিনি সমর্থকদের উদ্দেশে বলেছেন, সমলোচনা করুন কিন্তু এমন কোনও ঘটনা ঘটাবেন না যেখানে ফুটবলাররা তাঁদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন।
অঙ্কের হিসাবে ইস্টবেঙ্গলের প্লে-অফের আশা বেঁচে থাকলেও অস্কারের নজরে এখন শুধুই সুপার কাপ এবং চ্যালেঞ্জ লিগে ভাল ফল করা। শনিবারও জিকসন সিংহ এবং রিচার্ড সেলিসকে অনুশীলন করতে দেখা যায়নি। সাইডলাইনে বসে রিহ্যাব করলেন। অনুশীলন করেননি নাওরেম মহেশও। তাঁর পায়ে আইস প্যাক বাঁধা ছিল। রবিবার রক্ষণে আনোয়ার আলি এবং হেক্টর ইয়ুস্তেকে প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা। লালচুংনুঙ্গা নির্বাসিত থাকায় সেই জায়গায় খেলতে পারেন মহম্মদ রাকিপ। বাঁ দিকে খেলবেন নিশু কুমার।
next post