25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

দমদম পার্ক ভারতচক্রের রজতজয়ন্তী দুর্গোৎসবএবারের থিম – “তন্মাত্র: The Aura”

কলকাতা, ১৮ আগস্ট – এবছর ২৫ বছরে পা দিল দমদম পার্ক ভারতচক্রের দুর্গোৎসব। রজতজয়ন্তী উপলক্ষে তাদের এবারের থিম ঘোষণা করা হলো – “তন্মাত্র: The Aura”। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে এই থিমের আনুষ্ঠানিক ঘোষণা করেন ক্লাব কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন বহু শিল্পী, সঙ্গীতজ্ঞ, ক্লাবের সদস্য ও শুভানুধ্যায়ীরা।

আধ্যাত্মিক আভার শিল্পভাষ্য

এই বছরের পূজার মূল ভাবনা শিল্পরূপ দিয়েছেন বিশিষ্ট দৃশ্যশিল্পী শ্রী সুশান্ত থিরবানী পাল। তিনি বলেন, “আমাদের প্রচেষ্টা হলো অদৃশ্য অথচ গভীরভাবে অনুভবযোগ্য শক্তিক্ষেত্র—আভা—কে শিল্পমাধ্যমে প্রকাশ করা। দেবীর আরাধনার শক্তিকে এই থিমে ফুটিয়ে তোলা হবে।”

শিল্পী ও কারিগরদের সম্মিলিত প্রয়াস

এই শিল্পযজ্ঞকে সফল করতে যুক্ত হয়েছেন অভিজ্ঞ শিল্পী ও কারিগরের দল। তাঁদের মধ্যে রয়েছেন অধীর পাল, লক্ষ্মণ রায়, সুমন মাইতি, শীষ কর পাল, তপন মজী, অর্পণ রায় চৌধুরী, সুভাষ চক্রবর্তী, সুরবন্দু গুহিন, চৌতম দাস ও অনুপাল মাইতি।

ভক্তি, শিল্প ও সংস্কৃতির মহামিলন

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ বছরের পূজা-যাত্রার পর এবারের রজতজয়ন্তী শুধু একটি উদ্‌যাপন নয়, বরং ভক্তি, শিল্প ও সংস্কৃতির শক্তিকে নতুনভাবে তুলে ধরার প্রয়াস। তাঁদের বক্তব্য – “তন্মাত্র: The Aura কেবল একটি থিম নয়, এটি আমাদের সৃষ্টিশীল যাত্রার প্রতি শ্রদ্ধার্ঘ্য।”

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন

দমদম পার্ক ভারতচক্র কর্তৃপক্ষের দাবি, এবারের দুর্গোৎসব দর্শকদের এমন এক অনন্য অভিজ্ঞতা দেবে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটবে। পূজা শেষ হলেও দর্শকের মনে এর স্মৃতি থেকে যাবে দীর্ঘদিন।

Related posts

Leave a Comment