সামনে কারখানা। ভিতরে তৈরি হচ্ছে নিষিদ্ধ মাদক। অভিযান চালিয়ে গুজরাতের নেজা গ্রামের কারখানা থেকে ১০৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করল গুজরাটে পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। সেই সঙ্গে মাদক তৈরির দু’হাজার কেজি কাঁচামালও উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। এই কাঁচামালের বাজারদর কয়েক কোটি টাকা।
খবর পেয়েঅভিযানে চালিয়েছে এটিএস । এই চক্রের সঙ্গে জড়িত ৫ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ৫ অভিযুক্ত হলেন, রঞ্জিৎ দাভি, বিজয় মাকওয়ানা, হেমন্ত পটেল, লালজি মাকওয়ানা এবং জয়দীপ মাকওয়ানা।
previous post