চাকরিজীবী, চাকরিহারা ও চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চের সদস্যদের দাবি ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই আন্দোলনকারীরা চেয়েছিলেন তিনি মধ্যস্থতা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করে দিক। পাশাপাশি তিনি যেন ২১ এপ্রিলের নবান্ন অভিযানেও শামিল হন। কিন্তু সৌরভকে আমন্ত্রণ জানাতে না পেরে হতাশ হতে হয় তাঁদের। এ প্রসঙ্গে শুক্রবার সৌরভকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের হাত জোর করে জানিয়ে দিয়েছেন, ‘আমায় রাজনীতিতে জড়াবেন না।’
