মুম্বই, ২৭ নভেম্বর ২০২৫: প্রয়াত বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রকে সম্মান জানাতে আজ মুম্বইয়ে অনুষ্ঠিত হল একটি বিশেষ প্রার্থনা-সভা। পরিবার, ঘনিষ্ঠ আত্মীয়, সহকর্মী এবং বহু তারকা উপস্থিত ছিলেন এই স্মরণসভায়। নীরব প্রার্থনা, স্মৃতিচারণা এবং ব্যক্তিগত মুহূর্তের গল্পে ভরে উঠেছিল অনুষ্ঠানটি।হেমা মালিনি, এশা দিওল, অহনা দিওলসহ পরিবারের সদস্যরা অতিথিদের স্বাগত জানান। বলিউডের প্রবীণ তারকা থেকে নবীন প্রজন্ম— সকলেই এসে জানালেন শ্রদ্ধা।
উপস্থিতদের মতে, ধর্মেন্দ্রর উষ্ণতা, সৌজন্য, সহজ-সরল ব্যবহার এবং কাজের প্রতি নিষ্ঠাই তাঁকে বলিউডের অন্যতম প্রিয় মুখ করে তুলেছিল।অনুষ্ঠানে তাঁর অভিনয়যাত্রা, পরিবারের প্রতি অগাধ ভালোবাসা এবং শিল্পে অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বহু সহকর্মী। প্রার্থনা-সভায় প্রদর্শিত হয় অভিনেতার কিছু অমূল্য ছবি ও ভিডিও— যা দেখে আবেগে ভেসে যান পরিবারের সদস্য থেকে অনুরাগীরা।বলিউডের একাংশের বক্তব্য— “ধর্মেন্দ্রর মতো মানুষ দ্বিতীয়বার জন্মায় না।” তাঁর প্রস্থানে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ করা সম্ভ
