মুম্বই, ২৪ নভেম্বর: ভারতীয় সিনেমার ‘হি-ম্যান’ নামে খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণ দেওল আর নেই। ৮৯ বছর বয়সে আজ সকালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকালেই তার বাসভবনের সামনে অ্যাম্বুল্যান্স দেখা যায়, আর কিছুক্ষণের মধ্যেই শিল্পীজগতের বহু পরিচিত মুখ সেখানে পৌঁছে শ্রদ্ধা জানান। পরে ধর্মেন্দ্রর পরিবার ও অমিতাভ বচ্চনের পরিবার মিলে পাওন হংস শ্মশানে তার শেষকৃত্যে অংশ নেন।
ফিল্মমেকার করণ জোহর সবার আগে প্রয়াত অভিনেতাকে নিয়ে আবেগঘন শ্রদ্ধা নিবেদন করেন। যদিও পরিবারের তরফে আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশিত হয়নি, মুম্বইয়ের চিত্রসাংবাদিকরা ইতিমধ্যেই শ্মশানে পৌঁছানো এশা দেওলসহ পরিবারের অন্যান্য সদস্যদের দেখা পেয়েছেন। ভক্তরাও সামাজিক মাধ্যমে স্মৃতি, ভালোবাসা আর আবেগে ভরপুর পোস্টে ভাসিয়ে দিচ্ছেন ‘ধর্মেন্দ্র’ নামটি।
রোমান্টিক বাংলা ছবির স্বপ্নময় ছায়া থেকে ৭০ ও ৮০-র দশকের অ্যাকশন-তুফান— ভারতীয় চলচ্চিত্রকে নানা যুগে প্রাণ দিয়েছিলেন ধর্মেন্দ্র। সাম্প্রতিক বছরগুলিতে তার শান্ত-সংযত চরিত্রাভিনয়ও নতুন প্রজন্মকে মুগ্ধ করেছে। সংলাপ, উপস্থিতি, ব্যক্তিত্ব— সব মিলিয়ে তার উত্তরাধিকার ভারতীয় সিনেমার পাতায় চিরস্থায়ী।
অভিনেতার প্রয়াণে বলিউডের এক সুদীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল আজ।
previous post
