২৪ নভেম্বর ২০২৫, মুম্বই—বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল আর নেই। সোমবার সকালে ৮৯ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। শেষ শ্রদ্ধা জানাতে জুহুতে তার বাসভবনের বাইরে ভিড় জমায় অসংখ্য সিনে-প্রেমী। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় বিকেলে।মানুষকে হাসানো–কাঁদানোর শক্তি আর অনায়াস আকর্ষণ—এই দুই মিশিয়েই ছয় দশক ধরে বলিউডের পর্দা দাপিয়েছেন ধর্মেন্দ্র। পাঞ্জাবের নসরালি গ্রাম থেকে মুম্বইয়ের ঝলমলে দুনিয়ায় উত্থান ছিল স্বপ্নকেও হার মানানো। ৩০০-র বেশি সিনেমায় অভিনয় করে তিনি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমোচনীয় দাগ রেখে গেছেন।৮ ডিসেম্বর ১৯৩৫-এ জন্ম।
বাবা কেওয়াল কৃষণ ছিলেন স্কুলশিক্ষক। ছোটবেলাই গঠিত হয়েছিল তাঁর চরিত্রের ভিত্তি। এরপর ধীরে ধীরে সিনেমার প্রতি টান তাকে নিয়ে যায় ফিল্মফেয়ারের ‘নিউ ট্যালেন্ট হান্ট’-এ, সেখান থেকেই শুভসূচনা। ১৯৬০–এর দশক থেকে শুরু করে ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘বন্ধিনী’, ‘ধরম ভীর’, ‘সত্যকাম’, ‘আনপড়’—একাধিক ঘরানায় নিজের আলাদা অবস্থান গড়ে তোলেন তিনি।ব্যক্তিজীবনে ১৯ বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে। তাঁদের দুই ছেলে সানি ও ববি পরে বলিউডে নিজস্ব পরিচয় গড়ে তোলেন। ধর্মেন্দ্র–হেমা মালিনীর সম্পর্কও একসময় আলোচনার কেন্দ্রে ছিল, পরবর্তী সময়ে তিনিও তাঁর সহধর্মিণী হন। শেষ কয়েক বছরে শরীর ভেঙে পড়লেও মন থেকে শিল্পী ধর্মেন্দ্র সক্রিয় ছিলেন শেষদিন পর্যন্ত। রাখি, হেমা মালিনী, সানি–ববি—পরিবারের সদস্যরা শেষকৃত্যে উপস্থিত ছিলেন। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁর প্রয়াণে শোকস্তব্ধ।
