29 C
Kolkata
August 2, 2025
দেশ বিদেশ

ঢাকাঃ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান কলেজ ভবনে বিধ্বস্ত হয়ে 19 জনের মৃত্যু হয়েছে

সোমবার ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 19 জন নিহত ও 100 জনেরও বেশি আহত হয়েছেন বলে দ্য ডেইলি স্টার জানিয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নিয়ে আসার পর আরেকজন ভুক্তভোগী মারা যান, যার ফলে নিশ্চিত মৃতের সংখ্যা উনিশ-এ পৌঁছেছে। ডাঃ অভিজিৎ দ্য ডেইলি স্টারকে বলেছেন যে 50 জনেরও বেশি পোড়া ভুক্তভোগী চিকিৎসার জন্য এসেছেন।

হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির প্রধান অধ্যাপক বিধান সরকার জানিয়েছেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকেও ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

উত্তরা আধুনিক হাসপাতালের ডা. বজলুর বলেন, ‘প্রাথমিক চিকিৎসার পর প্রায় 60 জন আহতকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে, এবং সামান্য আহত 25 জনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক মো. নাসিরউদ্দিন বলেন, ‘জরুরি বিভাগে আমাদের 30টি শয্যা রয়েছে। তারা দ্রুত ভর্তি হওয়ায় আমরা কিছু রোগীকে অন্যান্য বিভাগে পাঠাচ্ছি “, দ্য ডেইলি স্টার জানিয়েছে।

Related posts

Leave a Comment