নয়াদিল্লি, ১৭ নভেম্বর: দিল্লি বিচারিক সেবা সমিতি তাদের নামে ঘুরতে থাকা একটি জাল ও অসত্য চিঠি নিয়ে কড়া নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই চিঠিতে কয়েকজন বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়, যা সমিতির দাবি অনুযায়ী সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সমিতির তরফে জানানো হয়েছে, এমন ভুয়ো তথ্য বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট করার অপচেষ্টা। বিচারকেরা জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই জাল চিঠি প্রচার করা হয়েছে।দায়ীদের চিহ্নিত করতে সমিতি ইতিমধ্যেই প্রাথমিক খোঁজখবর শুরু করেছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে তারা।
previous post
