November 2, 2025
দেশ

সমীর মোদী মামলায় নতুন মোড়: জামিন বাতিলের আর্জিতে দিল্লি হাইকোর্টের নোটিস

নয়াদিল্লি: ব্যবসায়ী সমীর মোদী–এর বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ মামলায় নতুন আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। অভিযোগকারিণীর পক্ষ থেকে দাখিল করা আবেদন গ্রহণ করে দিল্লি হাইকোর্ট ট্রায়াল কোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে নোটিস জারি করেছে।

ঘটনাটি দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি থানায় দায়ের হওয়া এক মামলার সঙ্গে সম্পর্কিত। গত ১৮ সেপ্টেম্বর পুলিশ সমীর মোদীকে গ্রেপ্তার করে, এবং ২৫ সেপ্টেম্বর ট্রায়াল কোর্ট তাঁকে জামিন দেয়। তবে অভিযোগকারিণীর দাবি, ওই জামিন আদেশ “অযৌক্তিক” ও “ন্যায়বিচারের পরিপন্থী”।

ফলে তিনি হাইকোর্টে গিয়ে ট্রায়াল কোর্টের রায় বাতিলের আবেদন জানান।হাইকোর্ট সূত্রে জানা গেছে, আদালত ইতিমধ্যে মামলার নথিপত্র ও জামিন সংক্রান্ত শুনানির বিবরণ চেয়ে পাঠিয়েছে। পরবর্তী শুনানিতে উভয় পক্ষ— সমীর মোদীর আইনজীবী ও অভিযোগকারিণীর প্রতিনিধি— নিজেদের যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করবেন।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অভিযুক্তকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হাইকোর্টের পরবর্তী নির্দেশ অনুযায়ী মামলার ভবিষ্যৎ আইনি পদক্ষেপ নির্ধারিত হবে বলে জানা গেছে।

Related posts

Leave a Comment