মুম্বই: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও এক নতুন মাইলফলক স্পর্শ করলেন। এবার তাঁর কণ্ঠস্বর শোনা যাবে মেটা এআই-এর মাধ্যমে। মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের জন্য ইংরেজিতে কণ্ঠ দিয়েছেন দীপিকা, যা আপাতত ৬টি দেশে চালু হয়েছে — ভারত, আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
এই ঘোষণায় দীপিকা বলেন,“এটি শুধু আমার নয়, গোটা ভারতের জন্যই গর্বের মুহূর্ত। এখন থেকে বিশ্বের নানা প্রান্তে মানুষ আমার কণ্ঠে মেটা এআই-এর সঙ্গে কথা বলতে পারবেন।”এই খবরের মধ্যেই আরেকটি বড় ঘোষণা এসেছে — দীপিকাই হচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রথম মেন্টাল হেলথ অ্যাম্বাসাডর।তাঁর প্রতিষ্ঠিত ‘দ্য লিভ লাভ লাফ (LLL) ফাউন্ডেশন’ মানসিক স্বাস্থ্যের প্রচারে দীর্ঘদিন ধরে কাজ করছে। 
এই কাজের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে। দীপিকা জানিয়েছেন,“মানসিক স্বাস্থ্য এখন আর উপেক্ষিত নয় — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটি জনস্বাস্থ্যের মূল অংশ হয়ে উঠছে।”বিশ্লেষকদের মতে, দীপিকার এই দুটি পদক্ষেপ তাঁকে শুধু বলিউড তারকা নয়, বরং প্রযুক্তি ও জনকল্যাণে প্রভাবশালী বৈশ্বিক মুখ হিসেবে প্রতিষ্ঠিত করছে।

