November 1, 2025
টিভি-ও-সিনেমা

লুই ভুইতো প্রাইজ ২০২৫–এ জুরি সদস্য হয়ে ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন

যে ঘরেই প্রবেশ করেন, সবার নজর এক ঝটকায় তাঁর দিকে ঘুরে যায়। এবার সেই দীপিকা পাড়ুকোন প্যারিসে নতুন ইতিহাস গড়লেন। তিনি নাকি লুই ভুইতো প্রাইজ ২০২৫-এর প্রথম ভারতীয় জুরি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।দীপিকার লুক নিয়েও হৈচৈ। তিনি পরেছিলেন লুই ভুইতো-রই ডিজাইন করা পোশাক—হলুদ-বাদামি রঙের সিল্কের ওভারসাইজড শার্ট, যার গভীর নেকলাইন নজর কেড়েছে।

তার সঙ্গে ছিল মেটালিক ফ্রিঞ্জ-অলা স্কার্ট। সোনার কানের দুল, হাই হিল আর একটি কালো হ্যান্ডব্যাগ পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করেছে। ভক্তরা একে বলছেন এককথায় “আইকনিক”।এলভিএমএইচ (LVMH) তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে খবরটি জানিয়ে লিখেছে:

“দীপিকা পাড়ুকোন লুই ভুইতো ২০২৫ প্রাইজ জুরিত।”বিশ্বজুড়ে তাঁর অভিনয় ও প্রভাবশালী উপস্থিতি তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে বারবার বিশেষ জায়গা দিয়েছে। প্যারিসের এই সাফল্যের মাঝেই ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়ছে তাঁর আসন্ন সিনেমা নিয়ে, যেখানে তিনি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করবেন।

Related posts

Leave a Comment