November 1, 2025
উত্তর সম্পাদকীয়

শিক্ষাক্ষেত্রে গভীর সংকট, প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ

প্রতিনিধিত্বমূলক চিত্র

চয়ন সাহানা

পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা আজ গভীর সংকটে। ক্রমশই ভেঙে পড়ছে রাজ্যের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা। শিক্ষকদের দক্ষতা, পাঠ্যক্রমের মান, ছাত্রছাত্রীদের অবস্থান—সব মিলিয়েই উঠে আসছে উদ্বেগজনক চিত্র।

রাজ্যের স্কুলের পাঠ্যপুস্তক নিয়েই উঠছে প্রশ্ন। অনেক ক্ষেত্রেই বইয়ের বিষয়বস্তুতে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান বৃদ্ধি বা সর্বভারতীয় প্রতিযোগিতায় লড়াইয়ের মতো উপযুক্ত উপাদান নেই। ফলে অধিকাংশ ছাত্রছাত্রী বাধ্য হচ্ছে বেসরকারি টিউশনের উপর নির্ভর করতে।

কিন্তু সমস্যা সেখানেই থেমে নেই। অভিযোগ, বহু শিক্ষক যথাযথ প্রশিক্ষিত নন। তাঁদের পাঠদানের কৌশল মানসম্পন্ন নয়। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কেও শৈথিল্য দেখা যাচ্ছে। শিক্ষকের প্রতি ছাত্রছাত্রীদের সম্মান কমছে, এমনকি অভিভাবক-শিক্ষক সম্পর্কও সঠিক জায়গায় নেই।

শিক্ষাক্ষেত্রে ‘মানব গঠন ও চরিত্র গঠন’-এর মূলনীতি আজ প্রায় অনুপস্থিত। এর ফলে সর্বভারতীয় পরীক্ষাগুলিতে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সাফল্যের হার সন্তোষজনক নয়।

সবচেয়ে ভয়াবহ ছবি উঠে আসছে ‘ড্রপআউট’-এর ক্ষেত্রে। দিন দিন বেড়েই চলেছে স্কুলছুট ছাত্রছাত্রীর সংখ্যা। বিশেষত বাংলা মাধ্যমের স্কুলগুলিতে শিক্ষার্থীদের প্রাথমিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে।

শিক্ষাবিদদের মতে, সমস্যার মূলে রয়েছে প্রশিক্ষণহীন ও মানসম্মত শিক্ষকের অভাব, দুর্বল পাঠ্যক্রম, এবং স্কুলশিক্ষার প্রতি সরকারের অনীহা। তাঁরা মনে করছেন, রাজ্যের ভবিষ্যৎ রক্ষায় এখনই শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।

সচেতন মহলের দাবি, শিক্ষা হলো সমাজ গঠনের ভিত্তি। তাই এই সংকট থেকে মুক্তির জন্য রাজ্যবাসীকে একযোগে সচেতন হতে হবে এবং সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে।

Related posts

Leave a Comment