December 6, 2025
বিদেশ

হংকংয়ের ওয়াং ফুক কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯৪, দ্বিতীয় দিনেও তল্লাশি জারি

Hong Kong 28 November: হংকংয়ের তাই পো অঞ্চলের ঘনবসতিপূর্ণ ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্বিতীয় দিনেও তাণ্ডব চালিয়ে গেল। বুধবার দুপুরে শুরু হওয়া আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪-এ, যা গত কয়েক দশকে শহরের অন্যতম ভয়াবহ বিপর্যয়। প্রায় ৪,৮০০ বাসিন্দার বিশাল এই আবাসনে আগুন লেগেছিল বাঁশের স্ক্যাফোল্ডিং ও আবরণী নেটিংয়ে, সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আটটি টাওয়ারের সাতটিতে। প্রবল হাওয়া ও ঘনবদ্ধ স্থাপনার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে ওঠে।

বৃহস্পতিবারও টাওয়ারগুলোর ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে, দমকল কর্মীরা ফ্ল্যাটে ফ্ল্যাটে টর্চ নিয়ে খুঁজে দেখছেন—কোথাও কেউ আটকে আছে কি না। ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, তাঁদের মধ্যে ১১ জন দমকলকর্মী।

শহরের প্রশাসনিক প্রধান জন লি জানান, ২৭৯ জন বাসিন্দার সঙ্গে যোগাযোগ হারানো গেছে। দমকল দপ্তর জানিয়েছে, সক্রিয় অগ্নিনির্বাপণ প্রায় শেষের পথে, এখন মূল লক্ষ্য উদ্ধারকাজ। উপর থেকে পড়তে থাকা ধ্বংসাবশেষ, ভেঙে পড়া স্ক্যাফোল্ডিং, অতিরিক্ত তাপমাত্রা ও অন্ধকার—সব মিলিয়ে ভবনে প্রবেশ ছিল অত্যন্ত বিপজ্জনক।

এদিকে সংস্কারকাজে ব্যাপক গাফিলতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ—তাঁদের মধ্যে নির্মাণ সংস্থার দুই পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শক রয়েছেন। পুলিশের দাবি, তাঁদের ‘মারাত্মক অবহেলা’ই এই বিপর্যয় ডেকে এনেছে। সংস্থার অফিস থেকেও নথি জব্দ করেছে তদন্তকারীরা।

১৯৮০-র দশকে নির্মিত ওয়াং ফুক কোর্টে দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলছিল। হংকংয়ে দীর্ঘদিন ধরে ব্যবহৃত বাঁশের স্ক্যাফোল্ডিং নিয়ে নিরাপত্তা প্রশ্ন নতুন নয়, কিন্তু এই ঘটনার পর সরকার জানিয়ে দিয়েছে—এখনই সময় ধাতব স্ক্যাফোল্ডিংয়ে সরে যাওয়ার।
অগ্নিকাণ্ডের পর দুর্নীতি দমন সংস্থা তদন্ত শুরু করেছে, গ্রেফতার হয়েছে নির্মাণ কর্তারা, আর সরকারও নীতির বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। ফলে হংকংয়ের পুরোনো আবাসনগুলোর সংস্কার-নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ঘাটতি এবং নির্মাণ সংস্কৃতিতে বড় ধরনের সংস্কার সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment