November 1, 2025
দেশ

খনিগর্ভে জল ঢুকে মৃত্যু, উদ্ধার চার শ্রমিক

বাঁকোলা, বুধবার – ইসিএল-এর বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে বড়সড় দুর্ঘটনা। খনিগর্ভে জল ঢুকে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। নিখোঁজ চার শ্রমিককে প্রাণে উদ্ধার করা সম্ভব হলেও ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছে শ্রমিক সংগঠন।
বুধবার ভোরে কোলিয়ারির ১৬ নম্বর ফেসের ১৯ নম্বর লেভেলে এই দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিকের নাম বিবেক কুমার মাঝি।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

কোলিয়ারি সূত্রে জানা যায়, গেনওয়েল নামে একটি বেসরকারি সংস্থার মোট ৯ জন কর্মী তখন কাজ করছিলেন। দেওয়ালে হোল করার সময় পাশের স্টপিং দেওয়াল ভেঙে যায়। সেখান থেকে হঠাৎ জল ঢুকে পড়ে খনিগর্ভে। জলের স্রোতে ভেসে যান পাঁচজন শ্রমিক। এর মধ্যে বিবেক মাঝির মৃত্যু হয়। অন্য চারজনকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খনি আধিকারিক ও উদ্ধারকারী দল। সহকর্মীদের পাশাপাশি শ্রমিক সংগঠনের নেতারাও সেখানে যান।

গাফিলতির অভিযোগ

ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। তৃণমূল-ঘনিষ্ঠ কেকেএসসি-র সৌমিক মজুমদার এবং সিটু নেতা মনোজ মুখোপাধ্যায় বলেন,
“এই দুর্ঘটনার সম্পূর্ণ দায় কর্তৃপক্ষের। খনিগর্ভে নিরাপত্তার চরম গাফিলতি রয়েছে। এর দায় এড়াতে পারে না ইসিএল।”
উত্তেজনা ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। এসিপি (অন্ডাল) খনি প্রাঙ্গণে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আগেও ঘটেছে দুর্ঘটনা

স্থানীয় কর্মীরা জানান, শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে এটাই প্রথম নয়। অতীতে বহুবার খনিগর্ভে দুর্ঘটনা ঘটেছে, প্রাণ হারিয়েছেন শ্রমিকরা। তবুও নিরাপত্তা ব্যবস্থায় কোনো বাস্তব পরিবর্তন আসেনি বলে অভিযোগ।

Related posts

Leave a Comment