31 C
Kolkata
August 1, 2025
জেলা

ডানকুনিতে ভয়াবহ দুর্ঘটনা

রোজকার দুপুরে মতই চেনা ব্যস্ততা ছিল ডানকুনিতে। হাওড়া, শিয়ালদহ সব শাখার ট্রেনই চলছে নিজস্ব ছন্দে। প্ল্য়াটফর্ম থেকে ওভারব্রিজ, সর্বত্রই ভিড় ব্যস্ত যাত্রীদের। এরইমধ্যে আচমকা ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে দিল এক ব্যক্তি। হাইভোল্টেজ তারে লেগে গলে গেল দেহ। তারপর আটকে গেল ট্রেনের ছাদে। দৃশ্য দেখে শিউরে উঠলেন যাত্রীরা।

কিছুক্ষণ আগেও যে ব্যক্তি যাত্রীদের ভিড়ে মিশে ছিল মুহূর্তের মধ্যেই যে সে এই কাণ্ড ঘটিয়ে বসবে তা ভাবতে পারেননি কেউই। খবর পেয়েই ছুটে আসে রেল পুলিশ। ততক্ষণে হইচই পড়ে গিয়েছে যাত্রীদের মধ্যে। মৃত ব্যক্তির নাম শেখ মারুফ। বাড়ি ডানকুনির মৃগালা ছাউনীপাড়া এলাকায়।

যাত্রীদের অনেকেই বলছেন, দুপুর দেড়টা নাগাদ ৪ নম্বর প্ল্যাটফর্মের উপর ফুট ওভারব্রিজে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি। সেই সময়ই কর্ড লাইন দিয়ে ঢুকে আসে হাওড়া বর্ধমান লোকাল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঠিক তখনই ওভারব্রিজ থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি। প্রথমে রেলের উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে আটকে যায় দেহ। তারপর ট্রেনের ছাদে। খবর পেয়ে ঘটনাস্থলে ডানকুনি থানা ও GRP। দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয়। তবে কেন ওই ব্যক্তি এই কাজ করতে গেলেন তা নিয়ে ধন্দে পুলিশ। কথা বলা হচ্ছে পরিবারের লোকজনের সঙ্গে। পরিবার সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল ওই ব্যক্তি। প্রতিবেশী, আত্মীয়দের সঙ্গেও অসংলগ্ন কথাবার্তা বলছিল। তবে প্রাথমিক কারণ এটাই নাকি অন্য কিছু কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

Leave a Comment