27 C
Kolkata
August 1, 2025
রাজ্য

ডুলুং নদীর ওপর দিয়ে বিপদ সীমায় বইছে জল! যোগাযোগ বিচ্ছিন্ন ৩০- ৩৫ টি গ্ৰামের মধ্যে, চরম সমস্যায় মানুষজন

ঝাড়গ্রাম: একনাগাড়ে ২ দিন বৃষ্টির জেরে, ডুলুং নদীর জল বইছে বিপদ সীমায়। যার ফলে ঝাড়গ্রাম সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জামবনী ব্লকের। চিল্কিগড় এর পাশে ডুলুং নদীর উপর থাকা কজওয়ে জলমগ্ন হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েন ৩০ থেকে ৩৫ টি গ্রাম। যোগাযোগ সহ শিক্ষা থেকে স্বাস্থ্য ব্যবস্থা। ফলে কার্যত গৃহবন্দী হয়ে গেছে কয়েক হাজার মানুষ। কর্মস্থলেও যেতে বেগ পেতে হচ্ছে তাদের।

বর্তমানে প্রশাসনের দিকে তাকিয়ে বসে রয়েছেন তারা। দীর্ঘদিন ধরে প্রশাসনের দরবারে কড়া নেড়ে গেছেন এলাকার মানুষ। তাদের দাবি ছিল এখানে স্থায়ী ব্রিজ করার। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও বাস্তবে তা রুপায়ন হয়নি এখনো। যার ফলে বর্ষা শুরু হলেই চরম সমস্যায় পড়তে হয় ৩০ থেকে ৩৫টি গ্রামের মানুষজনদের।

Related posts

Leave a Comment