সীতানগরে আজ সিপিএমের পার্টি কংগ্রেস শুরু হচ্ছে সীতারাম ইয়েচুরিকে ছাড়াই। এবার পার্টি কংগ্রেসে সিপিএমের পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটিতে বদল ঘটবে। আসবে নতুন মুখ, তরুণ প্রজন্ম।
এক্ষেত্রে নেতৃত্বের অভাব অনুভব করছে সিপিএম। পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। পার্টি কংগ্রেসের শেষে বক্তা তালিকায় নাম রয়েছে বিদায়ী পলিটব্যুরোর চার সদস্যের। প্রকাশ কারাট, বৃন্দা কারাট, বিজয়ন এবং তামিলনাড়ুর রামকৃষ্ণনের। এ ছাড়াও মহিলা নেত্রী ইউ বাসুকির নাম রয়েছে সেই তালিকায়। সভাপতিত্ব করবেন তামিলনাড়ু সিপিএমের রাজ্য সম্পাদক পি ষন্মুগম। সীতারাম ইয়েচুরি ও কোডিয়ারি বালকৃষ্ণনের মৃত্যুর পরে ১৭ থেকে পলিটব্যুরোর সদস্য সংখ্যা কমে হয়েছে ১৫। বর্তমান পলিটব্যুরো থেকে ৭ জন নেতা-নেত্রীর বাদ পড়ার কথা। তালিকায় রয়েছেন প্রকাশ এবং বৃন্দা কারাট, সুভাষিণী আলি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তামিলনাড়ুর নেতা জি রামকৃষ্ণন এবং বাংলার সূর্যকান্ত মিশ্র।
এই বিষয়ে সন্দেহ নেই যে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি হবেন, তিনি পার্টি কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে বক্তৃতা করবেন। কিন্তু কৌতূহল, তার মানে কি ওই চার জনের মধ্যে থেকেই কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃত্ব? কিন্তু বয়সবিধিতে যে ওই চার জনেরই বাদ পড়ার কথা।
প্রসঙ্গত চব্বিশের লোকসভা নির্বাচন যে চারটি আসনে সিপিএম জিতেছিল, তার মধ্যে একটি মাদুরাই। সেজন্য ২ থেকে ৬ এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইয়ে শুরু হচ্ছে সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস। এই কংগ্রেসে যোগ দেবেন সারা দেশ থেকে আগত প্রায় আটশোর বেশি প্রতিনিধি। সেজন্য এবারের সম্মেলন খুবই তাৎপর্যপূর্ণ। এপ্রিলের পাঁচদিন একাধিক বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি থাকবে নানা ধরনের অনুষ্ঠান। আর সেইসব অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষিণী অভিনেতাদের সাংস্কৃতিক পারফরম্যান্স।
সংগঠনকে পুনরুজ্জীবিত করতে রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসতে চাইছে সিপিএম। মাদুরাইয়ের পার্টি কংগ্রেসে তারই একটি প্রতিফলন চোখে পড়বে। এবার বিনোদন জগতের তারকাদের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা। দলের আসন্ন কংগ্রেসে কর্মীদের মনোরঞ্জন করতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে শামিল করা হচ্ছে একাধিক চিত্র তারকা ও শিল্পীকে। সেখানকার সুপারস্টার বিজয় সেতুপতি, প্রকাশ রাজ-সহ দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় অভিনেতা উপস্থিত থাকবেন।