November 2, 2025
দেশ

ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সি.পি. রাধাকৃষ্ণন

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী চন্দ্রপুরম পন্নুসামি রাধাকৃষ্ণন। মঙ্গলবার ঘোষিত ফলাফলে তিনি বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী বি. সুধর্শন রেড্ডিকে পরাজিত করেছেন।

রাজ্যসভার সচিব জেনারেল পি.সি. মোদী সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন। রাধাকৃষ্ণন পান ৪৫২টি প্রথম পছন্দের ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী সুধর্শন রেড্ডি পান ৩০০ ভোট। মোট ৭৬৭ জন ভোটার ভোট দেন, যার মধ্যে ১৫টি ভোট বাতিল হয় এবং বৈধ ভোট ছিল ৭৫২টি।

পিসি মোদী জানান, “এনডিএ প্রার্থী ও মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন ৪৫২টি প্রথম পছন্দের ভোট পেয়ে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন… বিরোধী প্রার্থী বিচারপতি সুধর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট।”

প্রসঙ্গত, এনডিএ-র সাংসদ সংখ্যা যথেষ্ট থাকায় রাধাকৃষ্ণনের জয় নিশ্চিত ছিল। তবে বিরোধী শিবিরও আদর্শগত লড়াই হিসেবে এই নির্বাচনে জোর লড়াই চালায়।

রাধাকৃষ্ণন বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের স্থলাভিষিক্ত হবেন। গত জুলাইয়ে ধনখড় হঠাৎ পদত্যাগ করায় এই নির্বাচনের প্রয়োজন হয়।

১৯৫৭ সালের ২০ অক্টোবর তামিলনাড়ুর তিরুপ্পুরে জন্মগ্রহণ করেন রাধাকৃষ্ণন। এনডিএ প্রার্থী ঘোষণার সময় তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন। নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি ওই পদ থেকে ইস্তফা দেবেন।

চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতায় রাধাকৃষ্ণন তামিলনাড়ু রাজনীতিতে সম্মানজনক অবস্থান তৈরি করেছেন। তিনি আরএসএস স্বয়ংসেবক হিসেবে রাজনীতি শুরু করেন এবং ১৯৭৪ সালে ভারতীয় জনসঙ্ঘের তামিলনাড়ু রাজ্য নির্বাহী কমিটির সদস্য হন।

আরএসএস-এর সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কারণেই বিরোধীরা প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি সুধর্শন রেড্ডিকে প্রার্থী করেন, যা বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস-নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে এক “আদর্শগত লড়াই”-এর রূপ নেয়।

Related posts

Leave a Comment