বিধানসভা নির্বাচনের পর 2021 সালে কঙ্কুরগাছির বিজেপি কর্মী অভজিৎ সরকারকে হত্যার ঘটনায় চার পুলিশ সদস্যকে আজ জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।
আদালত আজ মামলার 10 আসামির আগাম জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে। জেল হেফাজতে পাঠানো চার পুলিশ কর্মী হলেন, প্রাক্তন অতিরিক্ত কমিশনার, যিনি তখন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, শুভজিৎ সেন, সুজাতা দে, রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ।
2021 সালের নির্বাচন-পরবর্তী হিংসা মামলায়, নারকেলডাঙ্গা পুলিশ, যা আগে এই মামলার তদন্ত করছিল, 15 জন অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। পরে মামলাটি সি. বি. আই-কে হস্তান্তর করা হয়। সম্পূরক চার্জশিটে এই মামলায় 20 জনের নাম উল্লেখ করা হয়েছে।
