শ্রী দিলীপ কুমার কীর্তনীয়া।
“””””””””””
চোখ বাঁধা আজ সমাজ টার ও, –
খেলছে কানা মাছি!
চোর পুলিশে, খুঁড়তুতো ভাই,
তবু,এদের নিয়েই বাঁচি!!
“””””””””
ছোট্টবেলায়,চল ফিরে যাই,
চোর পুলিশ টা খেলায়।
কাগজ কেটে চারটে ভাঁজে
সকাল সন্ধ্যা বেলায়!!
“””””””””””
মনে পড়ে,
সেই দারোগা,৫০০ টাকায় ফি, –
ডাকাত,পুলিশ চোর,দারো-
গা, আরও কতো কি??
“”””””””””””
না! চোর ধরে না,দারোগা এখন,
চোরের কথায় চলে।
শুনতে খারাপ, সত্য এটাই,
বলো না,কেউ কি বলে??
“”””””””””””
চোরেরা এখন খোস মেজাজে-
ডাকাত’দের ই সঙ্গে।
সেই খেলাটাই আসলো ফিরে,
আমাদের এই বঙ্গে!!
“”””””””””””
বা বা,বা, কি দারুণ দেশ।।
“””””””””””””
চোর,ডাকাত, পুলিশ, দারোগা,-
সঙ্গে আছেন মন্ত্রী!
নাচছে সবাই চোরের তালে,
এ কেমন ষড়যন্ত্রী??
next post