বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয় অভিভাবক ও ছাত্রীদের বিক্ষোভ। তাদের বিক্ষোভের কারণ কয়েকদিন আগে বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্রীকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। সেই বিষয়ে ওই ছাত্রীর পরিবারের তরফে থানায় অভিযোগ না করলেও স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে। এখনো পর্যন্ত ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 
এত বড় ঘটনার পরও কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ঘটনা স্কুলের মধ্যে কেন ঘটলো? স্কুলের নিরাপত্তা কোথায় ছিল বা অন্যান্য অভিভাবক বা ছাত্রীদেরকে কেন এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানায়নি। সেই অভিযোগ তুলে সোমবার সকালে স্কুলে ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা। তার সাথেই বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরাও।
ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছে বোলপুর থানার পুলিশ। অন্যদিকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা তদন্ত কমিশন গঠন করা হয়েছে বোলপুর থানার পুলিশকে জানানো হয়েছে এমনকি শিক্ষা দপ্তর কেও লিখিতভাবে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজে তেমন কাউকে দেখা যায়নি তাই বিষয়টা নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে সমস্ত বিষয়টি সামনে আসবে এমনই জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা তৃষ্ণা কুন্ডু মন্ডল।

