October 31, 2025
জেলা

সিভিককে মারধোরের অভিযোগ মদ্যপদের বিরুদ্ধে

সিভিককে মারধোরের অভিযোগ মদ্যপদের বিরুদ্ধে। ঘটনা বীরভূমের সিউড়ীর ইন্দিরাপল্লী এলাকার। আটক ১২ জন মদ্যপ। জানা গিয়েছে গতকাল রাতে জাতীয় সড়কে ডিউটি শেষ করে সিউড়ী থানায় যাওয়ার সময় সিভিক অরুপ কুমার সাহা দেখেন , রাস্তার ধারে একদল মদ্যপ যুবক বার্থ ডে পার্টির কেক কাটছিলো। ওই বার্থ ডে পার্টি থেকেই একটি রুমাল ছোঁড়া হয় সিভিকের মুখে বলে অভিযোগ। সিভিক প্রতিবাদ করলে তাকে মারধোর করা হয় অভিযোগ। পরে সিউড়ী থানা থেকে পুলিশ গিয়ে মোট ১২ জন মদ্যপকে আটক করে। আহত সিভিক ভর্তি সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে।

Related posts

Leave a Comment