November 1, 2025
রাজ্য

নিউটাউনে সিবিআই-এর নতুন অফিস

নিজাম প্যালেস

আর নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স নয়, সিবিআইয়ের নতুন ঠিকানা এবার নিউটাউনে। কলকাতা ব্রাঞ্চের সব শাখা একত্রে কাজ করবে এই নতুন অফিসে। ইতিমধ্যে পুরনো অফিস থেকে গুরুত্বপূর্ণ সব নথি নতুন অফিসে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।

নিউটাউনে এনবিসিসি স্কোয়ারের একটি বহুতলে তৈরি হয়েছে নতুন অফিসটি। ১৪তলা বহুতলের ৪টি তলা জুড়েই রয়েছে অফিস। কলকাতার সব ব্রাঞ্চ যথা অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ, ব্যাঙ্ক সিকিউরিটিস অ্যান্ড ফ্রড ব্রাঞ্চ এই একটিমাত্র অফিসেই কাজ করবে।

Related posts

Leave a Comment