দিল্লি, ৩১ অক্টোবর: ভারতের মহিলা ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয় ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। এই ঐতিহাসিক সাফল্যের পর অধিনায়ক হরমনপ্রীত কৌর জানালেন, কিংবদন্তি ঝুলন গোস্বামী ও মিতালি রাজ-এর সঙ্গে এই জয়ের মুহূর্ত ভাগ করে নেওয়া তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ অনুভূতি।
হরমনপ্রীত বলেন, “এই জয় শুধুমাত্র একটি দলের সাফল্য নয়, এটি সেই প্রজন্মের নারীদের প্রতি শ্রদ্ধা, যারা ভারতীয় ক্রিকেটকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ঝুলন দিদি ও মিতালি দিদির সঙ্গে এই ট্রফি হাতে তোলা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত।”
বিশ্বকাপে ভারতীয় দল শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল। ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। দলের প্রতিটি সদস্যের পরিশ্রম ও দৃঢ়তা এই জয়কে সম্ভব করেছে।
বিশ্বকাপের পর সোশ্যাল মিডিয়ায় হরমনপ্রীতের পোস্ট ইতিমধ্যেই ভাইরাল। সেখানে তিনি লেখেন, “এই ট্রফি কেবল আমাদের নয়, এটি কোটি কোটি ভারতীয় মেয়েদের, যারা স্বপ্ন দেখে বড় হতে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররাও অভিনন্দন জানিয়েছেন হরমনপ্রীত ও তাঁর দলকে। দেশজুড়ে এখন উৎসবের আমেজ।
