কলকাতা, ৬ নভেম্বর:দীপাবলির আগে এক ঐতিহাসিক রায়ে, কলকাতা হাইকোর্ট দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের এক বিখ্যাত কালীমন্দিরে গণ পশুবলি নিষিদ্ধ ঘোষণা করেছে। আদালত জানিয়েছে, ধর্মীয় বিশ্বাসের নামে নিষ্ঠুরতা ও গণবলি কোনওভাবেই সাংবিধানিক বা মানবিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।রায়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “পশুদের প্রতি অকারণ নিষ্ঠুরতা ভারতীয় সংবিধানের ৫১(জি) অনুচ্ছেদ অনুযায়ী বেআইনি।
ধর্মাচরণের অধিকার থাকলেও তা অন্য জীবের প্রতি নিষ্ঠুরতার কারণ হতে পারে না।”এই সিদ্ধান্তের ফলে প্রতি বছর কালীপূজায় শতাধিক ছাগবলি দেওয়ার যে প্রথা চলে আসছিল, তা কার্যত বন্ধ হয়ে গেল। আদালত প্রশাসনকে নির্দেশ দিয়েছে, যাতে মন্দির প্রাঙ্গণে কোনও অবস্থাতেই গণবলি না হয় এবং আইন ভঙ্গ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।পশুপ্রেমী সংগঠনগুলো এই রায়কে “ঐতিহাসিক ও মানবিক” বলে বর্ণনা করেছে। অপরদিকে, স্থানীয় কিছু পুরোহিত ও ভক্তরা আদালতের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, এটি শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের ওপর আঘাত।
রাজ্য প্রশাসন জানিয়েছে, আদালতের নির্দেশ সম্পূর্ণভাবে কার্যকর করতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এবং বিকল্প ধর্মীয় পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হবে।
