28 C
Kolkata
August 2, 2025
Featured

বাস চালককে মারধরের অভিযোগে উত্তেজনা

আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন সোমবার ভোর বেলাতে এক বাসের চালককে মারধর ও বাসের কাঁচ ভাঙচুরের অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে।অভিযোগ সোমবার ভোর বেলাতে আসানসোলের দিক থেকে ঝাড়খন্ডের উদেশ্য একটি চার চাকা গাড়িতে থাকা কয়েকজন বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন বাসচালক কে মারধর করে এবং বাসে ভাঙচুর চালায় এবং বাস চালককে মেরে নাক ফাটিয়ে দেয় বলে অভিযোগ।ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।এবং এই ঘটনার প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ রাখে বাস কর্মীরা।এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি ঘটনায় সকল অভিযুক্ত কে গ্রেফতার করতে হবে।তবে ঘটনাস্থলে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বাস কর্মীরা জানান দুজন অভিযুক্ত কে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment