কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবার সুরাটের সরোলিতে বুলেট ট্রেন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন। এখানে দেশেই প্রথম হাই-স্পিড রেল টার্নআউট তৈরি হচ্ছে, যেখানে ট্রেন ঘন্টায় ৩২০ কিমি বেগে মোড় নিতে পারবে।
রেলমন্ত্রী জানান, প্রকল্পের প্রথম কার্যকরী সেকশন হবে সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত, যা ২০২৭ সালে চালু হওয়ার আশা। তিনি বলেন, “স্টেশন ও ট্র্যাকের কাজ পর্যবেক্ষণ করলাম; যথেষ্ট ভালো অগ্রগতি হয়েছে। নতুন অনেক প্রযুক্তি ব্যবহার হচ্ছে, যা বুলেট ট্রেন প্রকল্পের জন্য বিশেষভাবে তৈরি। এগুলো দেশের অন্যান্য প্রকল্পেও কাজে লাগবে।”সুরাট বুলেট ট্রেন স্টেশন অত্যাধুনিক যাত্রী সুবিধাসম্পন্ন করে তৈরি হচ্ছে। থাকছে ওয়েটিং লাউঞ্জ, নার্সারি, বিশ্রামাগার, খুচরো দোকান, শপিং স্পেস, একাধিক লিফট-এস্কেলেটর। 
বয়স্ক যাত্রী, শিশু-সহ পরিবার ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।এই প্রকল্পে জাপানি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা ট্র্যাক টার্নআউট ও অবকাঠামো উন্নয়নে অন্য প্রকল্পকেও উপকৃত করবে।
							previous post
						
						
					
