19 C
Kolkata
January 14, 2025
কলকাতা

কলকাতার বাঘাযতীনে হেলে পড়ল নতুন চারতলা বাড়ি

ফের গার্ডেনরিচের স্মৃতি উস্কে দিয়ে খাস কলকাতায় হেলে পড়ল আস্ত একটা গোটা চারতলা বাড়ি। ভেঙে পড়ল তার একতলার বেশ কিছুটা অংশও। আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার নেতাজি নগরের বিদ্যাসাগর কলোনির অনির্বাণ সংঘের কাছে। তবে পুলিস সূত্রে খবর, কোনও রকম হতাহতের খবর নেই।

ফ্ল্যাটবাড়িটি কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত। নাম শুভ অ্যাপার্টমেন্ট। ১০–১২ বছর আগে এটি তৈরি করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, হেলে যাওয়া ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। পুরসভা সেই সময় তিনতলা ফ্ল্যাট বানানোর অনুমতি দিয়েছিল। কিন্তু সেই নিয়ম ভেঙে চারতলা ফ্ল্যাট তৈরি করা হয়।

জানা গিয়েছে, বিল্ডিংটির প্রতি তলায় দুটি করে ফ্ল্যাট রয়েছে। কয়েকদিন আগে এই ফ্ল্যাটে ফাটল দেখা গিয়েছিল। সেই সময় পুর কর্তৃপক্ষের তৎপরতায় ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পরে আবার কয়েকজন বাসিন্দা গিয়ে সেখানে বসবাস শুরু করেন। সম্প্রতি বিল্ডিংটি একদিকে সামান্য হেলে গিয়েছিল। এর জেরে গত ১৭ ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন প্রোমোটার। রক্ষণাবেক্ষণের কাজ চলায় ফ্ল্যাটের সব বাসিন্দারা অন্যত্র থাকার ব্যবস্থা করেছিলেন। সেই কারণে বাড়িটি ফাঁকাই ছিল বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment