April 16, 2025
দেশ

আগামীকাল বিএসএফ-বিজিবি বৈঠক

ফাইল চিত্র

আগামীকাল বিএসএফ-বিজিবি বৈঠক। ১৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই সীমান্ত সমন্বয় বৈঠক। ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকবে সীমান্ত এলাকায় কাঁটাতার প্রসঙ্গ। বিএসএফ ও সাধারণ নাগরিকদের উপর বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার মতো বিষয়গুলিও আলোচনায় উঠে আসতে পারে। এমনটাই মনে করা হচ্ছে।

বিএসএফ এবং সাধারণ নাগরিকদের উপর হামলা প্রতিরোধ করা, আন্তঃসীমান্ত অপরাধ রোখার উপায়, সীমানা স্থির করা, বাংলাদেশে ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা, আত্মবিশ্বাস গড়ে তোলা সহ নানা বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, উচ্চপর্যায়ের এই ৫৫ তম সীমান্ত সমন্বয় সম্মেলন ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি বিএসএফ-এর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। 

Related posts

Leave a Comment