27 C
Kolkata
August 1, 2025
রাজ্য

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনে জয়ী বিজেপি, উড়ল গেরুয়া আবির

নিজস্ব চিত্র

নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালিচরণপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি।
এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ১২। বারটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 12 বিজেপি বারো এবং সিপিআইএম পাঁচটি আসনে নমিনেশন করেছিল। নির্বাচন হওয়ার কথা ছিল ১৫ই জুন। পরবর্তী সময় দেখা যায় সিপিআইএমের তিন এবং তৃণমূল কংগ্রেসের এক প্রার্থী নমিনেশন প্রত্যাহার করে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসনে জয়লাভ করেছিল বিজেপি।

তৃণমূল কংগ্রেস সন্ত্রাস এবং ভয় দেখানোর অভিযোগ তোলে নমিনেশন প্রত্যাহারের বিষয়ে। ২৯ শে জুন এই সমবায় সমিতিতে নির্বাচন ছিল। সকাল থেকেই প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বিঘ্নে শেষ হয়েছে নির্বাচন। নির্বাচন শেষে ফলাফল দেখা যায় বারটি আসনের বারটিতেই জয়লাভ করে বিজেপি।
সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থক।

Related posts

Leave a Comment