28 C
Kolkata
August 3, 2025
দেশ

দিলীপ ঘোষ বললেন, “আমি বিজেপিতেই আছি”

নিজস্ব সংবাদদাতা, সল্টলেক: রাজ্য বিজেপির সদ্যনিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে মঙ্গলবার সকালে সল্টলেকের পার্টি অফিসে সাক্ষাৎ করলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষণা করেন, “আমি বিজেপিতেই আছি, এবং একজন সাধারণ কর্মী হিসেবেই থাকব।”

রাজ্য রাজনীতিতে চলমান জল্পনার মাঝেই এই সাক্ষাৎকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। তবে দিলীপ নিজেই তা উড়িয়ে বলেন, “আমাকে নিয়ে বহু কর্মীর মনে আশঙ্কার মেঘ জমেছিল। আমি তা কাটাতেই এসেছি। আমি জল্পনা বা কল্পনার মানুষ নই, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কাজ করি।”

শমীক ভট্টাচার্যের প্রশংসা করে দিলীপ জানান, “উনি আমাকে বলেছেন, নতুন এবং পুরনো সবাইকে নিয়ে কাজ করবেন। আমি ওনাকে অনুরোধ করেছি, মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় সভা করার জন্য।” এরপরেই তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়ে দিলীপ বলেন, “তৃণমূল এখন পর্নস্টারদের দলে পরিণত হয়েছে। ২০১৯-এ অর্ধেক হয়েছিল, ২০২৬-এ সব সাফ হয়ে যাবে।”

বিজেপির মধ্যকার দ্বন্দ্ব বা বিভাজন নিয়ে জল্পনাও উড়িয়ে দিয়ে দিলীপের মন্তব্য, “যার দাম থাকে, তাকেই নিয়েই তো বাজারে আলোচনা হয়। আমি সব সময়েই পার্টির সঙ্গে আছি। বুথ থেকে রাজ্যস্তর—সব জায়গাতেই কাজ করি।”
অপরদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও কর্মীদের সামনে বার্তা দেন, “ক্ষণিকের দূরত্ব তৈরি হতেই পারে, কিন্তু কাউকে দূরে সরাবেন না। বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, এবং থাকবে। আগামী ১৫ দিনের মধ্যেই আপনারা নতুন ঐক্যবদ্ধ বিজেপি দেখতে পাবেন।”

তিনি আরও বলেন, “আমরা কেউ কোনও নেতার অনুগামী নই, সবাই একই প্রতীকের কর্মী। বাংলায় কোনও দিল্লি লাইন বা বঙ্গ লাইন নেই, বিজেপিতে একটাই লাইন।”
এই একই দিনে বিজেপি তাদের আক্রমণের মুখ আরও তীক্ষ্ণ করে তোলে তৃণমূলের বিরুদ্ধে। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সল্টলেকের ইজেডসিসিতে সাংবাদিক বৈঠকে ‘ভাইপো গ্যাং’ শীর্ষক একটি তালিকা প্রকাশ করেন, যেখানে তিনি ৫০ জন তৃণমূল কর্মীর ছবি সহ নানা অপরাধমূলক ঘটনার তথ্য তুলে ধরেন।
তিনি দাবি করেন, “মনোজিৎ মিশ্রর ঘটনা একমাত্রিক নয়। তৃণমূলের ভাইপোর আশ্রয়ে থাকা ৩৫০ জন দুষ্কৃতীর নাম আমি দিতে পারি। এরা সবাই ভাইপোর গ্যাং-এর সদস্য।”
এছাড়াও, বিজেপির তরফ থেকে সোনারপুরের একটি কলেজের ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় এক তৃণমূল কর্মী এক নবাগতা ছাত্রীকে প্রকাশ্যে মাথা টিপে দিচ্ছে। বিজেপির অভিযোগ, ওই ব্যক্তি স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে।
বুথস্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত বিজেপির ভিত মজবুত করতে এখন শমীক-দিলীপ-শুভেন্দুর ত্রিমুখী বার্তা—তৃণমূলকে ২০২৬-এ ক্ষমতা থেকে হঠানোই এখন প্রধান লক্ষ্য।

Related posts

Leave a Comment