31 C
Kolkata
October 31, 2025
দেশ

বিহার নির্বাচনে বিজেপির ৪০ তারকা প্রচারক ঘোষণা: তালিকায় মোদি, শাহ, নাড্ডা ও আদিত্যনাথ

নয়াদিল্লি:বিহার বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার বিজেপি তাদের ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।এছাড়াও তালিকায় আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশ, অসমের হিমন্ত বিশ্ব শর্মা, দিল্লির রেখা গুপ্তা, এবং মধ্যপ্রদেশের মোহন যাদব।বিজেপির এই হাই-অকটেন নির্বাচনী প্রচারে আরও অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য নিতিন গড়করি, শিবরাজ সিং চৌহান, ধর্মেন্দ্র প্রধান, গিরিরাজ সিং, নিত্যানন্দ রায় ও সি আর পাটিল

দলীয় সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, তালিকায় আরও রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, এবং রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাধা মোহন সিং, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, রাজীব প্রতাপ রুডি, অশ্বিনী চৌবে, রবি শঙ্কর প্রসাদ ও সঞ্জয় জয়সওয়াল।বিহারের ভোটারদের আকর্ষণ করতে ভোজপুরি তারকা রবি কিশন ও মনোজ তিওয়ারী-ও প্রচারে নামবেন।

এছাড়া ভোজপুরি গায়ক ও বিজেপি নেতা পবন সিং, বিজেপি সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে, এবং দলীয় বিশিষ্ট আদিবাসী নেতা বাবুলাল মরান্ডি রয়েছেন তালিকায়।বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ৬ নভেম্বর, দ্বিতীয় দফা ১১ নভেম্বর, এবং গণনা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজ্যের ৭.৪ কোটির বেশি ভোটার এই নির্বাচনে অংশ নেবেন।

Related posts

Leave a Comment