October 31, 2025
দেশ

লালকেল্লায় স্বাধীনতা দিবস অনুষ্ঠানে ‘কৃপাণ’ নিয়ে ঢুকতে না দেওয়া: শিখ সম্প্রদায়ের পাশে বিজেপি

লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কৃপাণ বহনের কারণে এক অমৃতধারী শিখকে প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় শিখ সম্প্রদায়ের পাশে দাঁড়াল বিজেপি। সোমবার বিজেপির জাতীয় মুখপাত্র আর.পি. সিং কেন্দ্রীয় রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার মধুর বর্মাকে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেন এবং দায়ী পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনায় অপমানিত গুরধ্যান সিং, পাঞ্জাবের নবহার কলসানা গ্রামের সরপঞ্চ, যিনি আমন্ত্রণপত্র পেয়েছিলেন, তাঁকে কেবল কৃপাণ বহনের জন্যই প্রবেশ করতে দেওয়া হয়নি। কৃপাণ শিখ ধর্মের অন্যতম পবিত্র প্রতীক এবং সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে তা সুরক্ষিত।

আর.পি. সিং এই ঘটনাকে সংবিধান ও সুপ্রিম কোর্ট প্রদত্ত অধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।এরপর যুগ্ম পুলিশ কমিশনার ভিডিও কলে সরপঞ্চের সঙ্গে কথা বলেন, গভীর দুঃখ প্রকাশ করেন এবং ব্যক্তিগত সাক্ষাতের আমন্ত্রণ জানান। পাশাপাশি ঘটনায় তদন্তের আশ্বাস দেন। বিজেপি নেতা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর নির্দেশ জারি করার দাবি করেন।

এদিকে শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি (এসজিপিসি)-র সভাপতি হরজিন্দর সিং ধামি ঘটনাটিকে তীব্র নিন্দা করে বলেছেন, কৃপাণের কারণে শিখকে জাতীয় অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়া একধরনের “অ্যান্টি-শিখ মানসিকতার” বহিঃপ্রকাশ। তিনি বলেন, এভাবে শিখদের নিজেদের দেশেই বহিরাগত হিসেবে দেখা হচ্ছে। কৃপাণসহ পাঁচ ককার শিখ পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ, যা কোনোভাবেই পরিত্যাগযোগ্য নয়, এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Related posts

Leave a Comment