খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: রাজ্যজুড়ে বিজেপির পক্ষ থেকে কন্যা সুরক্ষাযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিকেল চারটায় সেই কন্যা সুরক্ষা যাত্রা খড়গপুর শহরের মালঞ্চ সেনচক থেকে প্রেমহরি ভবন পর্যন্ত। কিন্তু তার আগেই বিজেপির মধ্যে গোষ্ঠীকোন্দল দেখা গেল। অপরদিকে জেলা বিজেপির সভাপতি সমিত মন্ডল আজ বিকেলে চারটে নাগাদ বিজেপির সাংগঠনিক বৈঠকের ডাক দিল। বিজেপির জেলা সভাপতি শমিত মন্ডল জানিয়েছেন তিনি এই কর্মসূচির বিষয়ে কিছুই জানেন না। অন্যান্য দিনের মতনই তিনি ওই সময় সাংগঠনিক বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন। শমিতের বক্তব্যের জবাবে বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় বলেছেন, ফেসবুকে প্রচার চলছে, টোটো করে শহরে প্রচার চলছে, শুভেন্দুবাবু নিজে ফেসবুকে দিয়েছেন।
আলাদা করে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। নারীদের সুরক্ষার জন্য এই মিছিল। খড়গপুরবাসী যারা এই বিষয়ে একমত তারা সকলে হাজির থাকবেন আশা করছি। শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়া দাস সিংহ বলেন, বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে। একদিকে মিছিল শহরের অন্য প্রান্তে সাংগঠনিক বৈঠক। যারা নিজেদের দলকে এক জায়গায় রাখতে পারে না তারা নারীদের কিভাবে সুরক্ষা দেবে। সারা বছর খড়্গপুরের মানুষ বিধায়ককে পায় না, উনি কোথায় থাকেন সেটাও জানে না।
next post