April 16, 2025
রাজ্য

মোথাবাড়ি ঘটনার প্রতিবাদে মালদাতে বিজেপির বিক্ষোভ ও ধিক্কার মিছিল

নিজস্ব চিত্র

মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে মালদা শহর জুড়ে বিজেপির বিক্ষোভ ও ধিক্কার মিছিল। বিজেপি কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের এলআইসি মোড় থানা মোড় রাজমহল রোড হয়ে পোস্ট অফিস মোড়ে এসে পৌঁছায়। মিছিলে অংশগ্রহণ করেন দক্ষিণ মালদা বিজেপি সভাপতি অজয় গাংগুলি, উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং, মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা, রাজ্য বিজেপির সাধারণ যুব মোর্চার সম্পাদক বিশ্বজিৎ রায় সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতাকর্মীরা।

প্রসঙ্গত মোথা বাড়ির ঘটনায় দক্ষিণ মালদা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলির নেতৃত্বে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন রাজ্য বিজেপির সাধারণ যুব মোর্চার সম্পাদক বিশ্বজিৎ রায় সহ বিজেপিদের দল মোথাবাড়ি থানায় যাচ্ছিলেন পরিস্থিতির খোঁজখবর নিতে। কিন্তু ইংরেজ বাজার থানার সাদুল্লাপুর কাছে পুলিশ বিজেপির প্রতিনিধি দলকে মোথাবাড়ি যেতে বাধা দেয়। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। পুলিশের এই ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে মোথাবাড়ি ঘটনায় রবিবার দিন সকাল দশটায় রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মোথাবাড়ি যাবেন l সম্ভবত শনিবার তিনি রাতেই মালদা ঢুকে যাবেন। রবিবার দিন মোথা বাড়িতে যাবেন যে সমস্ত বিজেপি কার্যকর্তার বাড়ি ভাঙচুর হয়েছে তাদের বাড়িতে গিয়ে দেখা করবেনl এমনই কথা জানালেন দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলী।

Related posts

Leave a Comment