ভারত-বাংলাদেশ সীমান্তে যেভাবে প্রতিনিয়ত অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেই জায়গা থেকেই বিএসএফ-এর সঙ্গে বৈঠক করলেন মালদা হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রী জুয়েল মুর্মু। বৈঠকের পর কাঁটাতার বিহীন এলাকাগুলি পরিদর্শন করেন তিনি। সীমান্তের বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং নিজের হাতে দূরবীন দিয়ে সীমান্তে নজরদারি চালান। এদিন নিজে পাহারার কাজেও সহযোগিতা করেন।
previous post
next post