রাজ্যজুড়ে ধর্ষণ, খুন এর পাশাপাশি জগদ্দল থানার ঢিলছোঁড়া দূরত্বে দুজনকে খুন করার ঘটনা প্রতিবাদে জগদ্দল থানার সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয় বিজেপির তরফ থেকে। এই সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব। মূলত এই জগদ্দল থানার সামনে সভা করার অনুমতি দেওয়া হলেও পরবর্তীকালে সেই অনুমতি বাতিল করা হয়।
তা সত্ত্বেও প্রচন্ড বৃষ্টির মধ্যে জগদ্দল থানার সামনে এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। আর এই বিক্ষোভ সমাবেশ থেকেই পুলিশ কে আক্রমন করেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।থানা এখন পার্টি অফিসে পরিণত হয়েছে বলে কটাক্ষ করার পাশাপাশি একের পর এক খুনের ঘটনা নিয়ে তৃণমূলের ভাগ বাটোয়ারাকেই দায়ী করেন অর্জুন সিং। অন্যদিকে পুলিশ শাসকদলের দলদাস হয়ে কাজ করছে।এরজন্য নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করলে পুলিশ বুঝতে পারবে বলে হুশিয়ারি দেন। এছাড়াও পুলিশ বারবার করে বিজেপির সভা সমিতি করতে বাধা দেওয়া হচ্ছে। এর ফল ভুগতে হবে পুলিশকে বলে হুঁশিয়ারি দেন অর্জুন সিং।
next post