দিল্লি: ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে তৃণমূলের গড় ভাঙতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। সংগঠন শক্তিশালী করা থেকে বুথভিত্তিক কর্মসূচি—সব দিকেই গতি বাড়িয়েছে দল। তবে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, বাংলায় জমি দখল করা সহজ হবে না, কারণ তৃণমূল এখনও গ্রামাঞ্চল ও মহিলা ভোটব্যাঙ্কে শক্ত অবস্থান ধরে রেখেছে।
বিজেপি রাজ্য নেতৃত্ব জানিয়েছে, আগামী মাস থেকেই রাজ্যে বড় রাজনৈতিক প্রচার শুরু হবে। প্রধান জোর দেওয়া হচ্ছে নতুন ভোটার, অস্বচ্ছল পরিবার ও গৃহিণীদের ওপর। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে জনসংযোগ বাড়ানো এবং স্থানীয় নেতৃত্বকে আরও সক্রিয় করাই লক্ষ্য।তবে দলের পর্যবেক্ষণ বলছে, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও ভোটারদের বড় অংশ এখনও শাসকদলের প্রতি ঝুঁকে আছে।
এছাড়া তৃণমূলের সংগঠন শক্তি ও জেলা পর্যায়ে নিয়ন্ত্রণ বিজেপির জন্য অন্যতম চ্যালেঞ্জ।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি আগের তুলনায় শক্তিশালী হলেও তৃণমূলের ঘাঁটি ভাঙতে হলে দীর্ঘমেয়াদি প্রচার ও বিশ্বাস অর্জনের লড়াই চালাতে হবে।
English Title:
