December 6, 2025
দেশ

বিহারের রূপান্তরে মোদির অবদান অপরিসীম: নকশাল দমন থেকে উন্নয়নের উত্থান, বললেন অমিত শাহ

পাটনা, ৭ নভেম্বর:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই বিহার এক নতুন যুগে প্রবেশ করেছে — যেখানে নকশালবাদের অবসান ঘটেছে এবং উন্নয়নের গতি বহুগুণে বেড়েছে।দরভঙ্গায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দিতে গিয়ে শাহ বলেন, “বিহারে একসময় নকশালবাদ, অপরাধ আর দুর্নীতির রাজত্ব ছিল।

কিন্তু মোদিজির নেতৃত্বে বিহার আজ শান্তি, শিল্প আর অবকাঠামোগত উন্নয়নের প্রতীক।”তিনি আরও বলেন, “যেখানে একসময় বোমা-বন্দুকের আওয়াজ শোনা যেত, সেখানে আজ রাস্তা, স্কুল, হাসপাতাল তৈরি হচ্ছে। এটি সম্ভব হয়েছে কারণ বিহারে এনডিএ সরকার আছে, আর দিল্লিতে মোদি সরকার।”শাহ তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধনকে তীব্র আক্রমণ করে বলেন, “ওরা শুধু পরিবারতন্ত্র আর স্বার্থরক্ষার রাজনীতি বোঝে।

বিহারের মানুষ আর Jungle Raj-এ ফিরতে চায় না।”রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শাহের এই বক্তব্য নির্বাচনী প্রচারে এনডিএর উন্নয়নমূলক ভাবমূর্তি আরও দৃঢ় করবে।

Related posts

Leave a Comment