October 31, 2025
দেশ

বিহারে বাদপড়া ভোটারদের অনলাইনে আবেদন করার সুযোগ, ১২ রাজনৈতিক দলকে সহায়তার নির্দেশ সুপ্রিম কোর্ট

বিহারে চলমান Special Intensive Revision (SIR) প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে বাদপড়া নাগরিকরা এবার আর শারীরিক ফর্ম জমা না দিয়েই অনলাইনে অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। শুক্রবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়ে বলেছে, ১২টি স্বীকৃত রাজনৈতিক দলকে এই কাজে ভোটারদের সহায়তা করতে হবে।

বিচারপতি সুর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, বাদপড়া ব্যক্তিরা চাইলে নিজেরাই অথবা রাজনৈতিক দলের বুথ-লেভেল এজেন্টদের (BLA) সহায়তায় অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আদালত আনুষ্ঠানিকভাবে সব স্বীকৃত দলকে এই মামলায় অন্তর্ভুক্ত করে নির্দেশ দিয়েছে, প্রতিটি বুথে তাদের এজেন্টদের মাধ্যমে

বাদপড়া ভোটারদের আবেদন জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
আদালত উল্লেখ করেছে, বিহারে প্রায় ১.৬ লাখ বুথ-লেভেল এজেন্ট রয়েছেন। প্রত্যেকে যদি প্রতিদিন মাত্র ১০টি ফর্ম পূরণে সাহায্য করেন, তবে প্রতিদিনই ১৬ লাখ আবেদন জমা পড়তে পারে। তবুও এত বড় নেটওয়ার্ক থাকা সত্ত্বেও মাত্র দুটি আপত্তি জমা পড়ায় আশ্চর্য প্রকাশ করেছে আদালত।

এছাড়া রাজনৈতিক দলের এজেন্টদের তোলা অভিযোগ স্থানীয় কর্মকর্তারা স্বীকার করছেন না বলেও নোট করেছে বেঞ্চ।
গত ১৪ আগস্টের শুনানিতে আদালত নির্দেশ দিয়েছিল যে, খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রায় ৬৫ লাখ ভোটারের বুথভিত্তিক তালিকা পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে টাঙাতে হবে এবং জেলা নির্বাচন অফিসার ও রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তার ওয়েবসাইটেও আপলোড করতে হবে।

পাশাপাশি, ইংরেজি ও আঞ্চলিক ভাষার সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় বুঝতে পারেন যে আধার কার্ডসহ ঘোষিত ১১টি নথির যেকোনোটি জমা দিয়ে আবেদন করা যাবে।

বেঞ্চ রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছে, বুথ-লেভেল কর্মীদের স্পষ্টভাবে জানাতে হবে যে তারা বাদপড়া ভোটারদের—মৃত বা স্বেচ্ছায় স্থানান্তরিতদের বাদ দিয়ে—আবেদন জমা দেওয়ার কাজে সহায়তা করবেন। এ কাজ শেষ করার সময়সীমা ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

Related posts

Leave a Comment