December 6, 2025
দেশ

“বিহারে অপরাধীদের নয়, উন্নয়নের সরকার দরকার”: যোগী আদিত্যনাথ

পাটনা, ৮ নভেম্বর:বিহারের নির্বাচনী আবহে প্রচারসভা থেকে কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “বিহারকে এমন এক সরকার প্রয়োজন, যারা রাজ্যকে উন্নয়নের পথে নিয়ে যাবে, অপরাধ ও দুর্নীতির পথে নয়।”যোগী বলেন, “একসময় বিহার মানেই ছিল অপহরণ, ঘুষ, তোলাবাজি আর জঙ্গল রাজ। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ যেমন এগিয়েছে, তেমনি বিহারকেও নতুন উচ্চতায় পৌঁছাতে হবে।”

তিনি অভিযোগ করেন, “যারা বছরের পর বছর পরিবারতন্ত্র আর দুর্নীতির রাজনীতি করেছে, তারা আজ উন্নয়নের কথা বলে ভোট চাইছে। কিন্তু বিহারের মানুষ আর প্রতারিত হবে না।”যোগী আদিত্যনাথ আরও বলেন, “বিহারে যুবশক্তি ও মহিলাদের জন্য এনডিএ সরকার যেভাবে কাজ করেছে, তা নজিরবিহীন। এবার জনতা নিজের ভবিষ্যৎ বেছে নেবে উন্নয়নের পথে।”বিহারের দ্বিতীয় দফার ভোটের আগে তাঁর এই মন্তব্যকে রাজনৈতিক মহল এনডিএর আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখছে।

Related posts

Leave a Comment