December 6, 2025
দেশ

‘বিহার প্রথম, বিহারিরা প্রথম’— নিটিশ কুমারের নেতৃত্বে নতুন এনডিএ সরকারকে স্বাগত চিরাগ পাসওয়ানের

নয়াদিল্লি, ২০ নভেম্বর: নিটিশ কুমারের শপথগ্রহণের পর নতুন এনডিএ সরকারকে অভিনন্দন জানিয়ে এলজেপি (রামবিলাস) নেতা চিরাগ পাসওয়ান বলেন, সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত ‘বিহার প্রথম, বিহারিরা প্রথম’। তাঁর দাবি, এই নতুন সরকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের মৌলিক চাহিদা পূরণের দিকে বিশেষ গুরুত্ব দেবে।চিরাগ পাসওয়ান জানান, বিহারের মানুষ স্থিতিশীলতা এবং বাস্তব কাজের রাজনীতিকেই সমর্থন করেছেন।

তাঁর মতে, কেন্দ্র–রাজ্য সমন্বয় উন্নয়নের গতি আরও বাড়াবে এবং রাজ্যের বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে।এনডিএ নেতারা জানান, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাতে বড় পরিবর্তন আনার লক্ষ্যে নতুন সরকার কাজ শুরু করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, নিটিশ কুমারের অভিজ্ঞতা ও এনডিএ-র সমন্বিত শক্তি বিহারকে নতুন দিশা দেবে।

Related posts

Leave a Comment