31 C
Kolkata
April 13, 2025
দেশ

নীতীশ কুমারের নেতৃত্বে বিহার উন্নয়নের নতুন পথে এগোচ্ছে: মোদী

ফাইল চিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, রাজ্যের উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিহারের সফল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তাঁর জন্মদিনে অনেক শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে রাজ্য উন্নয়নের নতুন পথে এগিয়েছে। ঈশ্বর তাঁকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন “।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কুমারের নেতৃত্বের প্রশংসা করে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তিনি এক্স-এ তাঁর অনুভূতি শেয়ার করে বলেন, “বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের নেতৃত্বে এনডিএ বিহারে জনকল্যাণ ও সুশাসনের সমার্থক হয়ে উঠেছে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি “।

উপরন্তু, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান কুমারের শাসনের ইতিবাচক প্রভাবের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান। পাসোয়ান লিখেছেন, ‘বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জন্মদিনের শুভেচ্ছা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনি সুস্থ থাকুন এবং বিহারের সার্বিক উন্নয়নে অবদান রাখুন।

নীতীশ কুমারের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জনতা দল (ইউনাইটেড)-ও এক্স-এ তাদের অফিসিয়াল হ্যান্ডেলের মাধ্যমে তাদের শুভেচ্ছা জানিয়েছে। তাঁরা বলেন, “জনতা দল (ইউনাইটেড) পরিবারের পক্ষ থেকে বিহারের আস্থার প্রতীক, উন্নয়নের দক্ষ বাহক, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শ্রী নীতীশ কুমারজিকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা।

1951 সালের 1লা মার্চ জন্মগ্রহণকারী নীতীশ কুমার বিহারের 22তম মুখ্যমন্ত্রী এবং 2015 সালের 22শে ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তাঁর নবম মেয়াদে তিনি বিহারের দীর্ঘতম দায়িত্ব পালনকারী মুখ্যমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন।

Related posts

Leave a Comment