দিল্লি, ৩১ অক্টোবর: ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর গোটা দেশজুড়ে শুরু হয়েছে উদযাপন। সেই আনন্দকে আরও একধাপ এগিয়ে নিতে আজ ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ঘোষণা করল ৫১ কোটি টাকার নগদ পুরস্কার।
বোর্ড সভাপতি রাজীব শুক্লা এক বিবৃতিতে জানিয়েছেন, “এই জয় শুধু টিম ইন্ডিয়ার নয়, গোটা দেশের গর্ব। আমাদের মেয়েরা ইতিহাস গড়েছে, তাদের পরিশ্রম, নিষ্ঠা ও লড়াইকে সম্মান জানাতে আমরা এই আর্থিক পুরস্কার ঘোষণা করছি।”
জানা গেছে, পুরো ৫১ কোটি টাকা দলের সদস্য, কোচিং স্টাফ, সাপোর্ট টিম এবং সিলেকশন কমিটির সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। খেলোয়াড়রা পাবেন সবচেয়ে বড় অংশ।
ভারতীয় মহিলা দল ফাইনালে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ডকে পরাজিত করে দেশের প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ জিতে নেয়। অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, এবং রেণুকা সিং–এর অসাধারণ পারফরম্যান্স জয় এনে দেয় ভারতকে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়, ভবিষ্যৎ প্রজন্মের নারী ক্রিকেটারদের জন্যও এক বিশাল অনুপ্রেরণা।
