October 31, 2025
SPORTS

রোহিত-কোরহির দুরন্ত ব্যাটিং, সিডনিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারাল ভারত

সিডনি: অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দাপুটে জয় পেল টিম ইন্ডিয়া। সফরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতীয় ব্যাটারদের প্রভাব ছিল শুরু থেকে শেষ পর্যন্ত।

অস্ট্রেলিয়ার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত-কোহলি দুরন্ত ছন্দে ইনিংস গড়ে তোলেন এবং মাত্র কয়েক উইকেট হারিয়েই সহজে জয়সূচক রান তুলে নেন।ওপেনিং জুটিতে রোহিত শর্মা আক্রমণাত্মক শুরু করেন। পাওয়ারপ্লেতেই একাধিক বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়ে তিনি অস্ট্রেলীয় বোলিংকে কোণঠাসা করে দেন। অন্যদিকে, বিরাট কোহলি ইনিংস গড়ার পাশাপাশি নিজের স্ট্রোক-প্লে দিয়ে ম্যাচকে একপেশে করে দেন। দু’জনের পার্টনারশিপই ভারতকে মসৃণ পথে লক্ষ্যভেদে এগিয়ে নিয়ে যায়।

শেষ পর্যন্ত ভারত খুব স্বচ্ছন্দে ম্যাচ নিজেদের করে নেয়। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে আগ্রাসী মানসিকতা—দুইয়ের মিশেলে আবারও বিশ্বমানের পার্টনারশিপ উপহার দিলেন ‘রো-কো’ জুটি। এই জয়ে সিরিজে ভারত এগিয়ে গেল আরও দৃঢ়ভাবে।


English Title: Batting masterclass from Rohit, V

Related posts

Leave a Comment