ব্যাঙ্ক জালিয়াতির নতুন অস্ত্র হল সিন্থেটিক ল্যাটেক্স, যার সাহায্যে বায়োমেট্রিকের সময় গ্রাহকদের আঙুলের ছাপ নকল করে নিচ্ছে জালিয়াতরা। বিশেষ করে গ্রাম ও মফস্বলের অনলাইন পরিষেবা কেন্দ্রগুলিতে বায়োমেট্রিক ব্যবহার করে টাকা লেনদেন করে থাকেন বহু মানুষ। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেই সাধারণ মানুষের গচ্ছিত টাকা লুট করে নিচ্ছে অপরাধীরা।
ব্যাঙ্কের গচ্ছিত টাকাতেও এবার থাবা বসাচ্ছে জালিয়াতরা। সিন্থেটিক ল্যাটেক্স- এই নতুন অস্ত্র ব্যবহার করে আত্মসাত করে নেওয়া হচ্ছে গ্রাহকদের টাকা। বিশেষ করে অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা থাকলেই তৎপর হয়ে উঠছে জালিয়াতরা। বায়োমেট্রিকের সময় তাঁরা গ্রাহকদের হাতের আঙুলের ছাপ নকল করে নিচ্ছেন। তা দিয়েই হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যাঙ্কে গচ্ছিত টাকা।
তদন্তকারীরা আরও জানিয়েছেন, সিন্থেটিক ল্যাটেক্স ব্যবহার করে প্রতারণা চক্র চালানোর একটি গ্যাংয়ের হদিস পেয়েছেন তাঁরা। সম্প্রতি বেশ কয়েকজনকে এই ধরণের অপরাধে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের সঙ্গে ঝাড়খণ্ড গ্যাংয়ের জড়িত থাকার কথাও জানতে পেরেছে পুলিশ।
previous post
